মুজিব, মুজিব বলে ডাকে
বাংলার আকাশ, বাতাস---
প্রতিধ্বনিত হয় কন্ঠ থেকে কন্ঠে
মুক্ত বিহঙ্গ উড়ে যায় স্বাধীনচেতায় ।
গাছে, গাছে ফুল সু-শোভিত হয়
ঝর্না হারায় নদীর কিনারায় ।।
মুজিব, মুজিব বলে ডাকে
বাংলার লক্ষ, কোটি জনতা---
“জয় বাংলা” ধ্বনিতে বিস্ফোরিত
বিজয় যেন ফেটে পড়া উল্লাস ।
ভেসে যায় বাংলার প্রতিটি পান্তরে
স্বাধীনতার অম্লান অমৃত সুধায় ।।
মুজিব, মুজিব বলে ডাকে
বাংলার নদী, হাজারো পাখি---
দিগ্বিদিক ছুটে চলে আনন্দ বিজয়ে
অবারিত প্রান্তর যেন ছুঁয়ে যায় ।
শশ্য শ্যামল প্রকৃতি উঠে দোলে
অভিবাদন জানায়-মুজিব, মুজিব বলে ।।