নায়িকার বিপদে ছুটে আসে নায়ক
লন্ডভন্ড করে সব বাঁধার প্রাচীর
বাস্তবে নেই তার কোন মিল
সত্যি বলছি মিথ্যা নয় একচুল।।
অট্টহাসিতে ফেটে পড়ে ভিলেন
পরোয়া করেনা কোন কিছু
ক্ষমতার দাম্ভিকতায় ভুলে আপন
পরিনতি হয় কারাগারে জীবন যাপন।।
কূটকৌশল অবলম্বন আর ষড়যন্ত্রের জাল
করে বিস্তার সিনেমার পুরোটা সময়
এক তুলকালাম কান্ড যায় ঘটে
বাড়ি থেকে বেড়িয়ে নায়িকা পথে হাঁটে।।
সত্যি মিথ্যা বিচার করে জনতা
দর্শক সারিতে বসে নায়কের দিকে চোখ
সবার মিলনে হয় সিনেমার শেষ
থেকে যায় দর্শকের মনে তার রেশ।।
একটি জীবন মানে একটি গল্প
মৃত্যু মানে সেই গল্পের সমাপ্তি
পৃথিবীটা একটা রঙ্গ মঞ্চ বাস্তবতা অভিনয়
এতো কষ্ট, ভালোবাসা প্রিয়জন হায়ায়।।