সেই কবে
শরতের কোনো এক বিকেলে
এসেছিলে আমাদের বাড়ি,
স্মৃতি গুলি আজো
হৃদয়ের অতলে
হাবুডুবু খেলে তরঙ্গে আছারী।
দাওয়ায় বসে
গল্প করেছি
জীবনের কতো কথা,
মনের মুকুরে
মহীরুহ মরে গেছে
মর্মরে ঝরে আজকে তার শুকনো পাতা।
আকাশটা আজো
সেদিনের মতো
অবাক তাকিয়ে আছে,
উঠোনে র শিউলি গোলাপ
আজো ফুটে
বুলবুলি রা আজো পুচ্ছ তুলে নাচে।
তুমি যে এসেছিলে
সে কথা মনে
জড়িয়ে আছে যেনো গুল্ম লতা,
জানালার ফাঁকে
তাকিয়ে দেখি
দুজনার নীরব ব্যাকুলতা।
কল্পনার ছবি
আজো আঁকি রোজ
বিবর্ণ স্মৃতির পাতায়,
তুমি আছো
আমার হাত দুটি ধরে
সময় কাটে অব্যক্ত কথায়।
কাছে তুমি নেই
তবুও সেই
রয়ে গেছে হৃদয়ের প্রীতি,
আমার অন্তরে
প্রতিদিন তোমার
রয়েছে নিত্য উজ্জ্বল উপস্থিতি।