বন্ধু-
রাতের আঁধারে দেখি দুর্বৃত্তের আনাগোনা,
লুন্ঠনের রাজনীতি কেড়ে নিচ্ছে নিয়ত
আমাদের মুক্তির সমস্ত সম্ভাবনা,
দুর্ভিক্ষের পায়চারি শুনি রাতে
ভাঙ্গা থালার সংখ্যা বাড়ছে দিনেরাতে
হাতে হাতে।
মানুষের চোখে ঘুম নেই
মানুষের প্রাণে দম নেই
চাপা ক্ষোভ ঘুমায় আগ্নেয়গিরির মতো,
অর্থনীতির বিষাক্ত চাবুকের ঘায়ে
অনেকের পিঠে ক্ষত,
চরম আশংক্ষায় আছি সবে
বুঝিনা এ বিশাল জনগুষ্টির কি হবে,
রাজপথে মানুষের মুখে প্রতিবাদ প্রতিরোধের প্রস্তুতি দেখি অবিরত নীরবে।
লাঙ্গলের ফলা লেগে গেছে
চাষীদের পায়ে
উত্তর হতে পাগলা শৈত্য প্রবাহ আসছে ধেয়ে,
এইবার হবেনা বন্ধু
নবান্ন উৎসব
চারদিকে কান পেতে শোনো কলোরব,
অকাল বন্যার আয়োজন দেখো আকাশে
কালো মেঘ যায় ভেসে ভেসে
বিপ্লব বিদ্রোহের উচ্ছাসে
পৃথিবী রয়েছে অবাক চেয়ে।
কৃষানীর চোখে এতো জল
কষ্টের দীঘিতে করে টলমল,
বন্ধু- এসেছে আমাদের খারাপ দিন,
এতো রক্ত দাও
এতো ঘাম ঝরাও
তবুও বেড়েই চলেছে মহাজনের ঋণ।
তাহলে
তোমাদের প্রস্তুতি কোথায় বন্ধু ?
সামনে যে আরো ঘনো কালোরাত
আমাদের কি হবেনা সোনালী প্রভাত ?
আসবেনা কি আমাদের দিন
আমাদের স্বপ্ন স্বপ্নই নয়
নয়কো সোনার হরিণ।
আসো, ভাঙ্গি ঘুম
জাগিয়ে তুলি আগ্নেয়গিরি,
উত্তপ্ত লাভা ছুরি
কণ্ঠে কণ্ঠে সাধি ঐকতান
হউক নব সমাজের উথ্যান।