পথে ঘাটে
দূর্গা মরে
খুন খারাবি ধর্ষণে,
ঘরের দূর্গা
নিত্য জ্বলে
সংসার নামি আগুনে।
জন্ম দাত্রী
দূর্গারা আজ
বয়স বেশি হলে পর,
ঘরে তাদের
হয়না জায়গা
বৃদ্ধাশ্রমে বাড়ি ঘর।
মাটির দূর্গা
আজ সমাজে
সবাই করে পূজা তার,
যে দূর্গা
জগৎ দেখায়
সেই দূর্গা অনাহার।
হায়রে মানুষ
করছো একি
যে দূর্গা কথা কয়,
যার আচঁলে
স্বর্গ থেকে
শান্তি সুখের বাতাস বয়।
তারে তুমি
করছো হেলা
মেকি দূর্গার দিচ্ছ দাম,
হাজার কুটি
খরচ করে
ফুরাও বৃথাই মনস্কাম।
ডুবলে বেলা
আসল খেলার
বাঁশি যখন বাজবে,
হন্যে হয়ে
সে দূর্গা
পাগলের মতো খুজবে।
দূর্গা তখন
থাকবে চেয়ে
কাঁদবে তবুও আহারে,
আমার শিশুর
মাটির দূর্গা
দেয়নি কিছুই তাহারে।
নিঃস্ব হয়ে
বিশ্ব মাঝে
আমায় খুঁজে চিৎকারে,
ঘরের দূর্গা
দেইনি পূজা
আজ সকলি বৃথারে।
তাইতো বলি
খুঁজো কারে
দূর্গা তোমার কি দরকার,
সবার ঘরে
দূর্গা আছে
চরণ সেবা করো তার।