মাগো, ওরা বলে,
তোমার ছেলেরা আর স্বপ্ন দেখে না।
মাটির গন্ধে, রক্তের রঙে,
তারা আর গান বাঁধে না।
মাগো, ওরা বলে,
তোমার কোলের আলো ম্লান হয়েছে,
অন্ধকারের ছায়ায় ঢেকে গেছে সব,
তোমার প্রভাতের রোদ আর ফুটে না।
তুমি কি জানো মা,
আমরা এখনো সেই আগুনে জ্বলছি,
আমাদের চোখে লুকানো বিদ্রোহ,
আমরা অপেক্ষায় আছি নতুন ভোরের?
মাগো, ওরা বলে,
তুমি নাকি ক্লান্ত, ভাঙা, হেরে যাওয়া,
কিন্তু আমরা জানি তুমি এখনো শক্ত,
তোমার বুকে জ্বলছে স্বাধীনতার অগ্নিশিখা।
তুমি দেখো মা,
আমরা আবার গড়ে তুলব সেই স্বপ্নরাজ্য,
যেখানে তোমার ছায়া পড়বে সবুজ মাঠে,
আর আকাশ জুড়ে উড়বে আমাদের পতাকা।
মাগো, ওরা যা-ই বলুক,
আমরা এখনো তোমারই সন্তান,
তোমার জন্যই আমাদের জীবন,
তোমার মাটিতে গড়ে তুলব আমাদের নতুন মহাকাল।