আমি ভালোবাসি যারে-
প্রতিদিন দেখিতে তারে,
আসি তাদেরই আঙিনা পরে।
আমি ভালোবাসি যারে-
গভীর ঘুমের ঘোরে,
এসে বসে আমারই শিয়রে।
আমি ভালোবাসি যারে-
নিশিথের কালো অন্ধকারে,
আসে সে আমারই দুয়ারে।
আমি ভালোবাসি যারে-
দখিনা শীতের শিশিরে,
বলে, আমি পেয়েছি তাহারে।
আমি ভালোবাসি যারে-
খুঁজি নদীর দুই তীরে,
কখনো শুকনো বালুচরে।
আমি ভালোবাসি যারে-
খুঁজি, নির্জনে, কড়িডোরে
ব্যস্ততায় আর লোকের ভীরে।