ভালোবাসা আজ ছড়িয়ে যাক সবার অন্তরে
ভালোবাসার সু-ঘ্রানে ভরে যাক মন প্রান্তরে ।
মনে প্রানে লাগুক দোলা ভালোবাসার
কালো ছায়া কেটে যাক নিরাশার ।
ভালোবাসা ভালোবাসা চারিদিকে শুধু ভালোবাসা
ভালোবাসার রঙে রঙ্গিন হবার এই তো আশা ।
ভালোবাসার দিনে ভালোবেসে যাও মন খুলে
মনের ডানা মেলে ধরো দু-হাত শূন্যে তুলে ।
ভালোবাসো তুমি আর ভালোবেসে যাও
বিনিময়ে তুমি কোন কিছু নাইবা পাও ।
এমনি করেই আসুক ভালোবাসা সবার জীবনে
ভালোবাসা নয় কোন ফুলের বেসাতি, থাকুক সবার মনে ।
আমার মনের ভালোবাসা আজ ছড়িয়ে দিলাম
তোমার তরে তোমাদের তরে ভালোবাসা নাইবা পেলাম ।
তবুও ভালোবাসি মানুষের মাঝে বেঁচে আছি
তোমাদের কাছ থেকে যা কিছু পাই যা কিছু পেয়েছি ।
ভালোবাসার দিনে এসো সবাই মোরা শপথ করি
ভালোবাসা দিয়ে পাথরেও মোরা ফুল ফোটাতে পারি ।