আমি তোমারই বিরহে,
পুড়িবো অনলে।।
আমি তোমারই কারণে,
কষ্ট নীলাজলে।।
অঙ্গার হবো দিবানিশি,
তবু ভালোবাসি।।
বিরহ প্রেম বেদনায়,
নষ্ট প্রেমে হাসি।।
তোমারই মিলনে প্রেম,
আসিলো ধরায়।।
হারালো প্রেম বিরহে,
কষ্টে যাতনায়।।
কহিলে তুমি একদিন,
হারাবো আড়ালে।।
আমি তোমারই বিরহে,
প্রেমের অনলে।।
ধূপের আগুনের মত,
দগ্ধ হতে হতে।।
নিজেকে করেছি নিঃশেষ,
প্রেম যাতনাতে।।
কি প্রেম দিলে মোরে তুমি,
পুড়িনু বিরহে।।
প্রেম বিরহে হৃদয় পুড়িলো,
বেদনার মোহে।।