বন্ধু,
এসো যুদ্ধে যাই-
নখের আঁচড়ে ক্ষত-বিক্ষত আমার মা
লাল সবুজের পতাকা,
মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে
হয়েছে উদ্যত কালো হাত, ভেঙ্গে দিয়ে
আজ টানতে হবে যবনিকা।।
আমার মুক্ত স্বাধীন পতাকায় যারা
দিতে চায় থাবা যারা রঙ পাল্টে
হতে চায় বীর,
সে তো কাপুরুষ বিদেশিদের গোলাম
চাটুকার দালাল উপরে ফেলো বিষদাঁত
কেটে ফেলো তার শির।।
বন্ধু,
এসো যুদ্ধে যাই-
ঘরে বসে থাকে সে তো ইঁদুর বিড়াল ছানা
কাস্তে তোমার হাতে নাও বন্ধু
যুদ্ধ করো আরো একবার,
তোমার শরীরে এখনো লেগে আছে
সুধা মাটির গন্ধ গা বেয়ে চুইয়ে পড়ছে
মাতৃ মুক্তি পণ করো এবার।।
চেয়ে দেখ সামনে তোমার অগোচরে
দাঁড়িয়ে আছে দেশের জন্য যারা জীবন দিয়েছে বলিদান,
পতাকা হাতে ঝাপিয়ে পড়ো ঝাঁঝরা করে দাও
ঐ হায়েনার বুক
বাঁচাতে মায়ের সম্মান।।
বীর দর্পে ভেঙে দিয়ে বাঁধার বিন্ধ্যাচল
অন্ধকারের প্রাচীর ডিঙিয়ে
আলোর দেখাও পথ,
আমরাও আছি তোমার সাথে
অগণিত মহারথী সাজিয়ে মহারথ।।
বন্ধু,
এসো আজ যুদ্ধে যাই-
লক্ষ শহিদের রক্তে আমার বাংলাদেশ
লাল সবুজের পতাকার দিকে তাকাই আর শ্রদ্ধা ভরে সম্মান জানাই,
নিজের বুকে হাত রেখে বলি
সমস্বরে সবাই গেয়ে উঠি
একসাথে কণ্ঠ মিলাই।।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি