মন ভেঙে সবাই ছেড়ে গেলে
পারবে না যেতে,
আমার কেউ একজন থাকুক
থেকে যাবে সাথে।
ভালোবাসা যদি হারিয়ে যায়
শূন্যতা আসে নেমে,
সেদিন ও আমারই থাকবে
শান্তনা দিবে ক্রমে।
চলার পথে যদি সঙ্গী না পাই
ক্লান্ত শরীরে পথে,
আমার কেউ একজন থাকুক
অহর্নিশ দিনে রাতে।
রাত গভীর হলে নির্ঘুম আঁখি
চেয়ে কল্প লোকে,
যদি পথ হারায় ভাবনার সাগরে
কেউ তখন আমাকে।
শুনায় গান আলতো করে স্পর্শ
আমার কেউ একজন,
শত বিপদে ও যাবে না কোথাও
নিজেকে দিবে বিসর্জন।
অভিমান যতো করি পাই কষ্ট
একজন অবিরত,
স্বপ্ন দেখাবে কেউ ভালবাসবে
বাধা থাকলেও শত।
শিউলি ফুলের সুগন্ধি ছড়াবে
মেঘ বৃষ্টি ঝড়ে,
কক্ষচ্যুত হলেও টেনে নিবে
আবার হাত ধরে।
আমার কেউ একজন থাকুক
হৃদয়ের অস্তিত্বে,
সময় অসময়ে বেলা অবেলায়
নিরবে নিভৃতে।
আমার জন্য নিজেকে বিলিয়ে দিতে
দ্বিধা করবেনা,
মনের দরজায় কুঠার আঘাত হেনে
চলে যাবেনা।
কোন প্রশ্ন ছাড়াই ভালোবাসা
দিবে উজার করে,
আমার কেউ একজন থাকুক
এভাবে এমনি করে।