সুন্দর সোনালী আদিগন্ত
তুমি আমার শুরু আর অন্ত,
আকাশে বাতাসে মৌ মৌ গন্ধ
জীবন পেয়েছে জীবনের ছন্দ।।
আজ ভুলে যাবো কান্নার অতিত
হবো না তো কেউ আর ব্যতিত,
স্বর্গ সুখ ছুঁয়ে যাবে এ হৃদয়
একি বাধনে বাঁধা দুজনায়।।
স্বপ্নগুলো ধরা দিবে বাস্তবে
খুশিতে নাচবে মন বসন্ত উৎসবে,
মুঠি মুঠি ছড়াবো ভালোবাসা
প্রকৃতি হবে শ্যামল পাবো দিশা।।
ধরার ধুলি মাঝে হয়তো আবার
সময় হবে ফিরে যাবার,
সেদিন ও আমি চাইবো দূরপানে
বয়ে যাবে হাওয়া পাখিদের গানে।।
তুমি ছিলে থাকবে জীবন জুড়ে
আমার জীবনে থরে থরে,
কখনো কান্না কখনো হাসি
তবুও স্বপ্ন বুনি রাশি রাশি।।