আবার উৎসব হবে
কোনো এক পৌষের সকালে,
আবার বসতি জাগবে
নতুন কোলাহলে।
ঘাসের বুক ছুঁয়ে হাসবে শিশির কণা,
সেদিন তুমি আসবে বেড়াতে বন্ধু
সাজিয়ে রাখবো আমার কুঁড়েঘর আস্তানা।
পিঠা পুলির মৌ মৌ গন্ধ
সাথে খেজুরের পায়েসের বাটি,
উঠোনে ছড়ানো ধানের খর
মাদুরের মতো ছড়ানো আঁটি আঁটি।
ঘরের কোনে গোলাপ আর গাঁদা ফুল
হিমেল বাতাসে দুলবে আর হাসবে বকুল ঘাসফুল
সেদিন তুমি আসবে বন্ধু আমাদের পাড়া গায়,
তোমাকে বরণ করতে আমরা থাকবো অপেক্ষায়।
কতদিন গেছে
আমাদের হয়নি উৎসব,
বর্গীর হানায় থেমে গেছি আমরা
নিথর নীরব।
ডিঙির তলায় ধরেছে উইপোকা
মুছে গেছে রং ছিলো যতো আলপনা আঁকা
তুমি এলে আবারো আমরা উঠবো মেতে
ধান ও সবজির খেতে
তুমি এসো বন্ধু আমাদের লোকালয়ে,
তুমি আসবে আছি তাই পথ চেয়ে।