কালের কণ্ঠে শুনিতে কি পাও
বদল হবেই দিন,
পুঁজি পতি যারা কান পেতে শুনো
সহসা ই শোধ হবে সুদাসল ঋণ।
হিসাবের খাতায় যতো লেখা আছে
সকলি হবেই শেষ,
ওই নতুনের কেতন হাতে
তৈরি হয়েছে দেশ।
মানুষেরা ক্ষেপেছে লেগেছে কাজে
চারদিকে পরিবর্তনের পদধ্বনি,
বাতাসের বুকে নীরবে আজিকে
সে বারো তাই জেনো শুনি।
তোমার কামান গোলাবারুদ যতো
তোমাকেই বধিবে বলে,
তারাও জেগেছে ভেঙেছে ঘুম
মুক্তির কথা বলে।
ভেঙেছে বাঁধ নির্বিবাদ
প্লাবনে র আশংকা দেখি,
মেঘে ও ঝড়ে করবেই আঘাত
সে কথাই আমি কবিতায় লিখি।
ডুবে যাবে সব ভেসে যাবে তুমি
খর্গ লুটাবে ধূলায়,
অসত্য ভ্রূকুটি তৃণ হীন হয়ে
ভেসে যাবে সহ সায়।
সমাপ্তি ডংঙ্কা বেজে উঠেছে ওই
শোষণের দিন হবে গত ,
তোমাদের কবর খুরিছে জনতা
প্রানপনে অবিরত।