সবাই মিশে বর্ষাকালে
লাগাবো হরেক গাছ,
ফুলে ফলে ভরবে আঙিনা
থাকবে বারোমাস ।
ফুলের সুবাস ছড়িয়ে যাবে
চারিদিকে সুঘ্রাণে,
সবুজে শ্যামলে ভরে যাবে
কুসুম কাননে।
ফলের মাঝে আছে প্রোটিন
আরও ভিটামিন,
আমিষ শর্করা খেলে নিয়মিত
সুস্থ থাকবে প্রতিদিন।
গাছ আমাদের ছায়া দিবে
দিবে শীতল হাওয়া,
এটাই হলো শ্রেষ্ঠ নিয়ামত
পরম পাওয়া ।
পাখির গানে সুরের তানে
ভেঙে যাবে ঘুম,
কতো সুন্দর হবে এই না ধরা
পড়ে যাবে ধুম।