পুরাতন জীর্ণ সময়ের কথা ভুলে
চলো সবে মিলে
গাই নতুনের গান,
বছরের শেষ রাত পোহাবার আগে
শিশিরে শিশিরে স্নিগ্ধ করোহে সবে
দেহো মনো প্রাণ।
আজ প্রাতের প্রথম আলো
আমাদের ঘরে ঘরে দিয়ে যাক
নতুনের ডাক নতুন করে,
পুরাতন যন্ত্রনা ভুলে
আসো
আবারো স্বপ্ন দেখি চোখ ভরে।
মৃতপ্রায় প্রাণ যতো
হয়ে উঠুক উদ্বেলিত
আবার জেগে উঠুক প্রাণের সঞ্চার,
আমরা সকলে মিলে
অতীতের কথা ভুলে
পুনরায় খুলে দেই বন্ধ দুয়ার।
এ জীবন নহে যে মোটেই
শুধুই সুখের
কিংবা শুধুই কষ্টের একা,
পথ চলতে নানা রূপে নানা রূপ
কষ্ট বিধুর ধুপ
ফুল ও কাঁটার পাই দেখা।
কাঁটার আঘাত পেলে
পথিক কি গন্তব্য ভুলে ?
আঘাতে আঘাতে চলে সামনের পথে,
দুই ধারে ফুটে ফুল
নদী ভাঙ্গে দুই কূল
চেষ্টায় বিরামহীন চলা আশার মনোরথে।