দেশটারে কি ভূতে পাইছে
নাকি ধরছে জীনে,
রাতবিরাতে কোমর ধইরা
খাদের পারে টানে।
টানে টানুক কি আসে যায়
পরলেই কিবা ক্ষতি?
খাদের পারে নাচানাচি
পাগলের ভীমরতি।
না কি তারে আলগায় পাইছে
আবোলতাবোল সার,
বেশ্যার মুখে সতীর গল্প
শুনবো কতো আর।
ভাবছি বসে কেমনে বাঁচি
কানার হাতে কুড়াল,
বাঘের ভয়ে কাঁটা গাছে
উঠলো না হয় বিড়াল।
আমি কোথায় উঠবো গিয়ে
নাকি ডুববো জলে,
কোনো পথই নাইরে খোলা
আটকা গ্যারাকলে।