তুমি বড্ডো অভিমানী
আমি সেটা না বুঝেই
মাঝে মাঝে ভুল করি,
তোমার অন্তরের অতল গভীরে
ভিন্ন এক অনন্ত আকাশ,
সেখানে একফালি চাঁদ
আলোকিত করে রেখেছে
তোমার কোমল হৃদয়,
আমি বুঝতে পারিনা
তোমার বুকের উত্তাপে
আমার স্বপ্নের শস্য বীজগুলি
প্রায়শই উঁকি দিয়ে
আকাশকে দেখে অঙ্কুরিত হবে বলে ,
তুমি কি তা বুঝতে পারো ?
আমি জানি
নারী বড্ডো অভিমানী
আমি এও জানি
তারা আকাশের মতো রং বদলায়
অনেক সময় তাদের অভিমান
অগ্নিশিখা হয়ে জ্বলে উঠে,
তোমারও অভিমান করাটা
একদম সঙ্গত না হলেও অনভিপ্রেত নয়,
তুমি অভিমান করবে,
সেটাই তোমার অভিপ্রেত অধিকার
যা আমি শর্তহীন ভাবেই
তোমাকে দিয়ে রেখেছি।