বন্ধু-
তুমি যদি আসো আমার জীর্ণ কুটিরে
আমি তোমাকে খেজুর পাতার,
মাদুর বিছায়ে দিবো পরম মমতায়
কিছুটা সময় স্বর্গ সুখ অনুভব করবো
খুব কাছ থেকে ছুঁয়ে দেখবো আবার।
ভেন্না পাতার ছাউনি আমার
বৃষ্টি এলে গড়িয়ে পড়বে হয়তো জল,
তবুও যে সুখ খুঁজে নিবো বন্ধু
হৃদয়ের জমিনে তা বুনে দিবো
আরেকবার থাকবে না কোন সজ্জা
নামিদামি কোন মখমল।
সেখানে দাওয়ায় বসে
আমরা হারাবো শৈশবের দুরন্ত পনায়,
মুঠি মুঠি সুখ ছড়াবো
আনন্দ বিলাবো কাঁদা জল গায়ে মেখে
ফিরে আসবো আমাদের আঙিনায়।
চারিদিকে সবুজ শ্যামল ধানক্ষেত
অবারিত প্রান্তর পাখিদের মেলা,
গান শানাবে সময় অসময়ে
বেলা অবেলায় হারাবো
দু পায়ে মাড়িয়ে যাবো স্নিগ্ধ দূর্বা শিশির
কেটে যাবে দিনরাত সারাবেলা।
বন্ধু তুমি যদি আসো
হাঁটবো পাশাপাশি মেঠো পথ ধরে,
দূর থেকে বহুদূরে প্রকৃতির সাথে
মিলেমিশে হবো একাকার আবার
কোন এক বৃদ্ধ বৃক্ষের নিচে
হারিয়ে যাবো অচেনা কোন সুরে।