আমাদের এই জীবনটা, যদি এমন হতো,
সপ্নগুলো সব বাস্তব হয়ে ধরা দিতো।
তুমি আর আমি, প্রেম ভালোবাসার বন্ধনে,
হারিয়ে যেতাম দূরে-বহুদূরে সৃষ্টির সন্ধানে।
সারাক্ষণ সুখের, স্বপ্নময় অনাবিল পরশে,
দোল দিতাম আমরা দুজন মনের হরষে।
এই সবুজ সুন্দর পৃথিবীটা, যদি এমন হতো,
হাত বাড়ালেই ইচ্ছে গুলো ছোঁয়া যেতো।
সুখটাকে নিজের রেখে, দুঃখটাকে যাদুঘরে,
সাজিয়ে দিয়ে আসতাম মোরা চিরতরে।
হেসে হেসে ফুলেরা সব, উচ্চস্বরে বলতো যদি,
এত প্রেম এত ভালোবাসা তোমাদের নিরবধি।
দেখে লভিয়াছি আমি, কত না শোক তাপ,
ক্ষমা করে দিও মোরে,জীবনে করেছি যত পাপ।
যদি এমন হতো, ইচ্ছে হলে দূরে চাঁদের দেশে,
তুমি আর আমি বেড়াতাম পথিক বেশে।
চাঁদ যদি করিত হিংসা, তব আমাদের দেখে,
এরই নাম প্রেম,ভালোবাসা দিতাম লিখে।
যদি এমন হতো, সূর্যটা আর আলো না দেয়,
আমাদের মধুর মহা মিলনে, হয়তো হিংসায়।
সূর্যের বুকে এঁকে দিতাম ভালোবাসার ছাপ
লজ্জায় মুখ ঢেকে বলতো, করে দাও মাপ।
সত্যি জীবনটা মোদের, যদি এমন হতো,
সুখে,আনন্দে,দূর নীলিমায় হারিয়ে যেতো।