এভাবে কাটাবো জীবন,
ঝড়ের মতো বয়ে যাবে দিন,
তবু থাকব আমি নির্লিপ্ত,
পাহাড়ের চূড়ায় বসে থাকা নিস্তব্ধ।
পায়ের নিচে নুড়ি-পাথর,
মাথার ওপর তারার ছাদ,
সময়ের কাছে বলব—
আর তো কিছু চাই না আজ।
নদীর জলে ভাসবে স্মৃতি,
কাঁদবে না আর অশ্রুপাত,
নিভে যাবে যন্ত্রণার প্রদীপ,
তবু হৃদয় রবে অবিকৃত।
এভাবে কাটাবো জীবন,
নির্জন বনানীর সুরে,
যেখানে শব্দের নেই কারাগার,
আর মন ছুটে চলে দূরে।
মেঘের আড়াল, রোদের খেলায়,
তোমার স্মৃতি মুছে দেব স্নিগ্ধ বাতাসে,
এ জীবন আমার—
চুপচাপ, নীরব, তবু অমলিন আকাশে।