উদাস পথিক ভাবে
নামলে আঁধার চলার পথে
তখন কিযে হবে ?
আঁধার শুনে লুকিয়ে হাসে
পথের পথিক যারা
অন্ধকারেও পথ খুঁজে পায়
হয়না দিসেহারা
তারাই পথে রবে।

আলো দেখে হাসে যারা
খুশিতে ডাকে বান
খুশির স্তুপে দাঁড়িয়ে গায় জীবন জয়ের গান
আমি তাঁদের নই,
আমার পায়ে কাঁটার ক্ষত
রক্তক্ষরণ অবিরত
আলোর দিশায় পথ চলাতে
বলো-
সার্থকতা কই ?

নদীতে যদি ঢেউ না থাকে
দু'পাড় ভাসিয়ে বান না ডাকে
খর স্রোতে না নেয় যদি টেনে
নয়তো সেটি নদী,
জীবনও ঠিক নদীর মতো
ভাঙাগড়া অবিরত
পরিণতির পরিণয়ে কাঁটায় করে ক্ষত
নিত্য নিরবধি ।

চলতে পথে কাঁটার আঘাত
নাইগো যদি পেলাম
পেলাম শুধুই লাল গোলাপের কুঁড়ি,
কিংবা
লাল গালিচায় মুড়িয়ে দেওয়া পথে
আলপনাতে হাজার ছবি আঁকা
মুখে মুখে প্রশংসার ফুলঝুরি।

তাতে কিন্তু তৃপ্ত আমি নই
আমি-
ঝড়ো হাওয়ায় পাল উড়িয়ে চলি,
পথে পথে উদাস পথিক পেলে
কাছে টেনে জড়িয়ে ধরে তারে
পথের মাঝে যা পেয়েছি
যা দেখেছি খুলেই সকল বলি ।

উদাস যতো পথিক আছে
ঘুরে বেড়ায় স্বপ্ন ভরা রথে
পথের দিশায় অহর্নিষি খুঁজে বেড়ায় দিশা ,
পথের মাঝে পথ হারিয়ে
যোজন তফাৎ দূর ছাড়িয়ে
দৃষ্টি যেথা থেমে গেছে কালো অমানিশা।

আমি উদাস পথিক নই
যোগ বিয়োগের হিসেব নিকেশ
নেইকো আমার জানা,
শুন্য হাতেই তৃপ্ত আমি
আমার হিসেব মিলে গেছে
একদম ষোলোআনা।

যা চেয়েছি পাইনি আমি সেটি
তাতে আমার যায়না আসে কিছু
পথের ধারে বুনে গেলাম স্বপ্ন রাশি রাশি,
পথ চলাতেই সুখ পেয়েছি ঢের
কষ্টরাও ফুলের মতোই হাসে
যা পেয়েছি অনেক হলো পাওয়া
তাই-
পথ চলাকেই ভীষণ ভালোবাসি।