আমি বাতাসের কানে কান পেতে শুনি
এখনো তোমার সুমধুর কণ্ঠ
তোমার কথা আগামীর আহ্বান,
শত বাঁধা পেরিয়ে এগিয়ে যাবার
সম্ভাবনা র দুয়ার খোলে
গাও জীবনের জয় গান।
তোমার দৃপ্ত পায়ে ক্লান্তিহিন হেঁটে চলা
বারবার আমাকে করেছে মুগ্ধ,
তোমার প্রেরণা হাসি কান্না ভালোবাসা
আমাকে করেছে শুদ্ধ।
আমি মাঝে মাঝে মাঝ রাতে
শুনি ডাহুক পাখির কণ্ঠস্বর
ঝিরিঝিরি হাওয়ায় দোল খাওয়া
দেখি গুবাক তরুর সারি,
শিউলি ফুলের মাতাল গন্ধ নিশাচর পাখি
এ যেন এক পাগল করা মন মাতানো
কোন স্বর্গের অপ্সরী।
আমি বাতাসের কানে কান পেতে শুনি
তুমি মানুষ নয় কোন মানবী
পথ ভুলা পথিকের দিশারি,
নিরন্ন মানুষের অন্ন দৃষ্টিহীনের আলো
ভালোবাসার মূর্ত প্রতি
তুমি সময়ের স্রোতে সওয়ারি।
তোমার কর্ম ব্যস্ততা চঞ্চলতা র
সুঘ্রাণ পরিব্যাপ্তি বহুদূর গেছে ছড়িয়ে
নিরব নিস্তব্ধতার গলিপথ মাড়িয়ে,
আদি অন্তহীন ভেসে চলছে অবিরাম
আমি বাতাসের কানে কান পেতে শুনি
সবুজ ঘাস তপ্ত মরু পেরিয়ে।