যা চেয়েছি, পেয়েছি কি তাই?
মেঘলা আকাশে রঙিন প্রভাত,
কিংবা অশ্রুর মাঝে একফোঁটা সান্ত্বনা?
পেয়েছি কি ছায়াময় বটতলায়
শান্তির ছোঁয়া?
চেয়েছিলাম শুধু মায়ার পরশ,
পেয়েছি কি সেই অমলিন ভালবাসা?
নাকি এ হৃদয় দহন শুধু,
তপ্ত বালির মতো পোড়ে আজো?
যা চেয়েছি, পেয়েছি কি তাই?
চেয়েছিলাম হারানো গানের সুর,
পেয়েছি কি তার মাধুর্যময় ভাষা?
নাকি নিঃশব্দে ঝরে পড়া এক ঝলক বেদনা?
তবু আকাশের দিকে তাকাই,
জিজ্ঞাসা করি—
যা চেয়েছি, পেয়েছি কি তাই?
নাকি চাওয়া আর পাওয়ার মাঝেই
গোপন এক আকাশছোঁয়া স্বপ্ন?