আমি আজ রাজপথে, আমার প্রাণের দাবী
আদায় করে নিতে এসেছি।
আমি কান্না করে চোখের জল ফেলতে আসিনি।
আমি এখানে এসেছি, মৃত্যুকে মহিয়ান করতে,
আমি এখানে এসেছি, জীবনকে মৃত্যুর হাত
থেকে ছিনিয়ে নিতে, জীবনের তরে।
আমি আমার কচি তুলতুলে শিশুর বেঁচে থাকার
আগামী, সুন্দর করতে তার হিস্যা বুঝে নিতে।
আমি এখানে এসেছি, ফাঁসির কাষ্ঠে ঝুলে
স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করতে নয়।
আমি এসেছি, আমার বৃদ্ধ বাবা,মাকে
একটু খুশি করার জন্য, একটু ভালো রাখার জন্য।
আমি এখানে এসেছি, আমার ছোট পাগল
ভাইটার জন্য, যে আমার দিকে চেয়ে
ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, কিছু হয়তো
নিয়ে এসেছি, সেই অপক্ষায়---
আমি এখানে এসেছি, প্রাণপণে যুদ্ধ করতে।
এই জীর্ণ পৃথিবীতে, জঞ্জাল সরিয়ে
বাসযোগ্য করার প্রত্যয় নিয়ে,
আগামীর অনাগত ভবিষ্যৎ, সুন্দর অনাবিল করে
আগামী প্রজন্মের হাতে তুলে দিবার জন্য। তাই,
আমি এখানে এসেছি, আমার ন্যায্য দাবী আদায়ে।