আমি আমার কথা বলছি---
আমি আমার অতন্দ্রীলার কথা বলছি
যে তুলকালাম মেঘের মতো ঝড় শেষে
এলোমেলো পৃথিবীর মতো আমাকে ভালোবেসে
শান্ত হতে চায় ।
আমি আমার কথা বলছি---
আমি আমার হুমা পাখির কথা বলছি
যে কষ্টার্জিত স্বাধীনতার মতো গণনা বিহীন
আলোর গতি পথের মতো আমাকে ভালোবেসে
কষ্ট পেতে চায় ।
আমি আমার কথা বলছি---
আমি আমার রাতের গাঢ় বৌয়ের কথা বলছি
যে চমকে উঠা শিশুর মতো সৌরতারা ছাওয়া
পৃথিবীর মতো আমাকে জড়িয়ে
শান্ত হতে চায় ।
আমি আমার কথা বলছি---
যে আমার বিপরীতে যাবতীয় ভালো থাকা আর
ভালোলাগা গুলো কোন প্রশ্ন ছাড়াই
বিলিয়ে দিতে চায় ।
আমি আমার কথা বলছি---
আমি আমার একাকি জীবনের ব্যথার কথা বলছি
যার ধরে রাখার মতো কোন স্মৃতি নেই
হারিয়ে যাবার মতো কোন সম্পদ নেই ।
আমি আমার কথা বলছি---
আমি আমার ত্রিশটি বসন্তের অন্ত বিদায়ের কথা বলছি
যে নৈঃশব্দের মাঝে যেতে যেতে তার ভেতরে
বসবাসি সীমাহীন সমুদ্রের কাছে যেতে যেতে
ঝুকে ঝুকে বলতে থাকবে ---ভালোবাসি ।
আমি আমার কথা বলছি---
আমি আমার রক্তাক্ত হৃদয়ে ব্যথার কথা বলছি
যে সবার অজান্তে তোমাকে ভালোবাসে আর
হৃদয়ের নিভৃত বীণা তোমার সুরে বেজে উঠে
ক্ষনে ক্ষনে ।
আমি আমার কথা বলছি---
আমি আমার স্বপ্নের কথা বলছি
যে স্বপ্ন তোমাকে ঘিরে আবর্তিত হয় বারবার
আর মনের অজান্তে বলে ভালোবাসি
শুধু ভালোবাসি, তোমাকে ভালোবাসি ।