আমি সাদামাটা মেয়ে,
নতুন দিনের আলোয় হাঁটি পুরোনো পথের ছায়ায়।
চকচকে কাচের ভিড়ে খুঁজি মাটির সোঁদা গন্ধ,
আধুনিকতার ঠুনকো মুখোশে আমি পরি সাদাকালো শাড়ি।
হাসলে খারাপ লাগে?
থাকুক! আমি তো হাসি মনের আনন্দে,
শব্দ মেপে বলার সময় কোথায়?
প্রাণখোলা কথার সুরেই বাঁচি।
নায়িকা হতে হবে না,
আমি গল্পের গলি দিয়ে হাঁটতে ভালোবাসি,
তুলির আঁচড়ে নয়,
মাটির আঁচড়ে গড়া আমার পরিচয়।
জেদি? হ্যাঁ, সেটা আছে,
অন্যায়ের সামনে মাথা নোয়ানো শিখিনি।
চোখের জল আসে,
তবু লুকিয়ে রাখি,
কারণ দুর্বলতা দিয়ে সমবেদনা চাই না।
ভঙ্গুর হয়েও ভেঙে পড়া শিখিনি,
পাল্টানোর দুনিয়ায় আমি একই রকম।
প্রাগৈতিহাসিক বলুক,
তবু নিজের ছাঁচে নিজেকে ভালোবাসি।
আমি সাদামাটা মেয়ে,
তবু নিজের গল্পের নায়িকা আমিই।