এ কেমন কেমন তুমি
দূর্গা দেবী নামটি ধরে,
প্রতি বছর কৈলাশ হতে
পৃথিবীটা যাচ্ছো ঘুরে।
সাথে তোমার লক্ষ্মী গণেশ
ভোলা নামের পাগলা বেটা,
গাঁজার গন্ধে মাতাল করে
কাউকে বলা যায়না সেটা।
অসুর বধ করতে গিয়ে
শিশুর মতো করলে একি,
পায়ের নিচে স্বামীর দেহ
লজ্জা এমন কোথায় রাখি ?
তোমার স্বামী পাগল ঠিকই
তুমিওতো কম কি তাতে,
নানান রূপে নানান নামে
ভক্ত ডাকে দিবারাতে।
কিন্তু আমি জানতে গিয়ে
যদি তোমায় প্রশ্ন করি,
কোথায় কারে কি দিয়েছো
ধন রত্ন কানাকাড়ি ?
সবাই আগে যেমন ছিলো
আজো তারা তেমন আছে,
কি লাভ হলো পূজার নামে
এমন করে নেচেনেচে?
মানুষ যদি জায়গো জেনে
লাভ কিছু হয়না পূজে,
দোষ দেবে কার তখন তুমি
আমায় ও যখন পাবেনা খুঁজে।
এখন কিন্তু দিন বদলেছে
মানুষ তেমন নয়যে বোকা,
নানান রূপে সেজেগুঁজে
পারবেনা আর দিতে ধোঁকা।
এখন মানুষ জয় করেছে
আকাশ পাতাল গ্রহতারা,
যা করেছে নিজের গুনে
সব করেছে তোমায় ছাড়া।
তাইলে তোমার কাজ কি আছে
আমাদের এ মর্ত্যভূমে ?
এখন কিন্তু সবাই সজাগ
কেউ আর নেইকো ঘুমে।