প্রথম দশক রহমতের
পবিত্র এই মাসে
কিবা রহমত লভিয়াছি
মহান র'বের কাছে।
রোজা রাখি নামাজ পড়ি
আরও তারাবি,
খোদার তরে ইবাদত করি
আল্লাহ্ কে পাবি।
আমি হলাম গুনাহ্গার
পাপী এক বান্দা,
আল্লাহ্ ছাড়া করিনা আর
কোন কিছুর ধান্দা।
পবিত্র এই মাসে আমি
চাই যে প্রভু,
পাপটুকু সব ক্ষমা করো
সৎপথে কভু।
মহান র'বের কাছে আমি
এই প্রার্থনা করি,
তিনি অনন্ত অসীম দয়ালু
লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি।