এখানে মৃত্যু উপত্যকা ডিঙ্গিয়ে
সামনের দিকে ছুটে চলে মৃত্যুঞ্জয়ী প্রাণ,
এখানে বিষের বাঁশি বাজে প্রতিদিন
ঘর ছেড়ে যেতে করে আহ্বান।
এখানে রক্ত ঝরে বৃষ্টির মতো
ভিজিয়ে যায় সমস্ত ধুলিকনা,
এখানের মাটি রক্তে উর্বর হয়
বারোমাসি সোনালী ফসলের সম্ভাবনা।
এখানে ঝড় আসে সময় অসময়ে
এখানের মানুষেরা থাকে নির্ভয়ে
কষ্টেরে আপন ভেবে করে আলিঙ্গন,
এখানে চোখের জলে স্বপ্ন ডুবে থাকে
এখানের মানুষের কোনোদিনও থামেনি
অন্তর ও আত্মার শ্বাসত স্পন্দন।
এখানে গণ উচ্ছাস নামে
নামে দুরন্ত দূর্বার ঘূর্ণিঝড়,
এখানের মানুষ হাতে হাত রেখে আছে
সহস্র বছর ধরে পরস্পর।
এখানের মাটি দুর্জয় খাটি
রত্নগর্ভা মাতৃত্বের ইতিহাস,
এতো প্রাণ গেছে তবুও কাঁদেনি
সে আমার জননী সাবাস সাবাস।