অভিমান বড্ড বেশি তার,
শিউলি ফুটে যায় হেসে,
তবু সে আড়ালে লুকায়,
নির্জনে দুঃখের বেশে।
তাকে ডাকলে উত্তর নেই,
চোখের জলে মুখের ভাষা,
বাতাস যেন থেমে থাকে,
শূন্যতায় বাঁধে আশা।
অভিমান তার মেঘের মতো,
অবুঝ মায়া ঘিরে রাখে,
তবু চুপটি করে থাকে,
প্রাণের ভিতর ব্যথা ঢাকে।
একদিন সে আসবে কাছে,
সব রাগ ভুলে হাসবে,
অভিমান যা ছিল তার,
ভালোবাসার সুরে ভাসবে।