তুমি কে এলে অতিথির মতন
জীবনে আমার,
শুকনো মরুতে যেন বৃষ্টি হলো
স্বপ্ন দেখিবার।
অচেনা ছিলে তুমি মোর জীবনে
অাসিলে অাবার,
অমানিশা ঘোর কাটিলো আমার
পূর্ণতা পাবার।
হে অচেনা অতিথি তুমি কি তবে
অচেনাই রবে,
মোর হৃদয়ে পড়েছো ধরা তুমি
প্রিয় বন্ধু হবে।
দুঃখটাকে ভুলে সাজাবো জীবন
নব অঙ্গীকারে,
ভালোবাসা স্বপ্নময় জীবনের
কষ্টহীন নীড়ে।
স্বপ্ন ভালোবাসা অনন্ত জীবন
সুখ প্রেম প্রীতি,
হৃদয়ের সমস্ত আসন জুড়ে
রয়েছে অতিথি।