কথা দিলাম, তোমাকে পেলে
আমি আর লিখবো না বেদনায়
চোখের কার্নিশ ভিজানো কষ্টের কবিতা।
কথা দিলাম, তোমাকে পেলে
আমার কষ্টগুলো রেখে আসবো
প্রাচিন পরিত্যক্ত ঐতিহাসিক জাদুঘরে।
কথা দিলাম, তোমাকে পেলে
দুঃখ সুখের সবটুকু ভাগ নিয়ে নিবো
রাখবো অতি যত্ন করে হৃদয়ের মন্দিরে ।
কথা দিলাম, তোমাকে পেলে
রূপালী জোছনার আলোয় নিজেকে
ভাসিয়ে দিবো অন্তহীন নীল দিগন্ত মাঝে ।
কথা দিলাম, তোমাকে পেলে
বৃষ্টি ঝরা কোন এক সন্ধ্যা বেলায়
আনন্দে লিখবো তোমার জন্য কবিতা ।
কথা দিলাম, তোমাকে পেলে
হারাবো আদিগন্তে মেঘের ভেলায়
ছুঁয়ে যাবো রংধনু মিশে যাওয়া শূন্যতায়।