মেয়ে, কেমন সহজ শব্দ,
মেঘের মতো হালকা, বাতাসে উড়ে যায়।
আর মেয়ে মানুষ?
জীবনের গাঁথুনি, অন্তহীন দায়।
মেয়ে হতে লাগে একটু হাসি,
একটু খুনসুটি, রোদে ভেজা শাড়ি।
কিন্তু মেয়ে মানুষ?
লাগে পাহাড়ের মতো ধৈর্য,
সমুদ্রের মতো গভীরতার ভারী।
মেয়ে কাঁদলে জল গড়িয়ে পড়ে,
শুকিয়ে যায় দুপুরের বালুচরে।
কিন্তু মেয়ে মানুষ?
কাঁদে চুপচাপ, অন্ধকার রাতে,
তবু ভোরে রোদ ঝলমলে মুখ ভরে।
মেয়ে হলেই হয় না মেয়ে মানুষ,
যখন সে ভাঙে নিজের সীমা,
সাহস আর ত্যাগে জ্বলে উঠে,
তখনই তার নাম হয় মেয়ে মানুষ।
মেয়ে আর মেয়ে মানুষ—
একই আকাশের দুই তারকা,
একটা আলো ঝরে খেলা করে,
অন্যটা অন্ধকার ভেদ করে
রচনা করে নক্ষত্রপথ।