আমার কবিতা খানি তোমার করে
পাঠিয়ে দিলাম চিরতরে ---।
নির্জন কক্ষে নিরালায় বসে
পড়িও একবার কিন্তু দীর্ঘশ্বাসে ।
আমিতো মরেছি তোমায় ভালোবেসে
তুমি যে ছিলে আমার নিঃশ্বাসে বিশ্বাসে ।
আমার সে বিশ্বাস তুমি ভেঙে
চলে গিয়েছো অন্যের সংগে ।
দুঃখের আগুনে আমাকে পুড়িয়ে
ঘর বেঁধেছো তুমি দূরে সরে গিয়ে ।
তোমার শুভক্ষণে এই ছোট্র উপহার
দেখিও কিন্তু আরো একবার ।
আমি যেদিন চলে যাবো পরপারে
একটি ফুল দিও মোর সমাধী পরে ।
যদি মনে পড়ে কোনদিন আমার কথা
তাহলে খুলে দেখ একাকি স্মৃতির পাতা ।