শুনেছি
তোমাদের নাকি এখন অনেক ভালো দিন,
স্বাধীন
যা খুশি তাই করতে পারো,
হয়েছে বেশ
ঘুছলো দীর্ঘ দিনের ক্লেশ,
উন্নতির সুযোগ নাকি তোমাদের
বেড়েছে আগের চাইতে আরো।
আচ্ছা বলো তো
স্বাধীন যদি হবে
বাহারি প্রাসাদের পাশের বস্তিতে
আস্তানা গেড়েছে কারা তবে ?
রিক্সার পাশে পাজেরো দাঁড়িয়ে থাকে যদি
অবস্থাটা বুঝার কি থাকে বাকি ?
নাকি
বিশেষ কিছু লোক হয়েছে স্বাধীন
জানো,
পতাকা আছে তোমাদের
তবুও পরাধীন।
শুধুই
শোষণের কৌশল টাই বদলেছে মনে হয়
অবাক বিস্ময়,
তবে যে বলেছিলে
সাম্যের সমাজ হয়েছে রচনা,
আমি দিব্যি দেখি বেড়েছে দ্বিগুণ বঞ্চনা,
বেড়েছে ধর্ষণ খুন রাহাজানি
অন্যের বিত্ত নিয়ে টানাটানি
এতো যথেচ্ছাচার,
শুধুই
বোতলের লেবেল পাল্টিয়ে দিয়েছো সুরার।
বন্ধুরা
পতাকা পেলেই শুধু হয়না স্বাধীন,
চাই
শোষণ হীন বাসযোগ্য সমাজ,
সময়ের দাবি আজ
প্রতিষ্ঠা করো তাই,
কেউ সুখী কেউ দুঃখী
এমনটা আমরা আর নাহি চাই।