পৃথিবীটা যেন এক বেদনার খেলাঘর
নিজেকে কাঁদিয়ে আপন করে যাই পর ।
তুমি আমি প্রেম ভালোবাসা মিছে পড়ে রয়
মুছে যায় স্মৃতিগুলো খেলাঘর হয় ।
দুদিনের খেলাঘরে খেলছি কতোই খেলা
ভেঙে যায় খেলাঘর, রয়ে যায় জ্বালা ।
স্বপ্ন , আশা, নিরাশা সব মিশে হয় একাকার
হারিয়ে যায়,পড়ে থাকে শুধু বেদনার খেলাঘর ।
চোখের সায়রে ভিজলো মানুষ, অমানিশা ঘোর
ঝড়ে কতো প্রাণ, ছিড়ে যায় কতো বাহুডোর ।
তবুও মানুষ আশায় বাঁচে, বাঁধে খেলাঘর
ছিড়ে যায় বন্ধন, একদিন, দুদিন পর ।
যে যায় সে চলে যায়, লুকায় অন্তরালে
বিধাতার লিখন না খন্ডন, একি নিয়মে চলে ।
খেলাঘরে থেকে মানুষ করছে কতোই খেলা
সাঙ্গহবে খেলা তোর, ডুবে যাবে বেলা ।
সবকিছু ভুলে আবার সাজাই জীবনের বালুচর
পৃথিবীটা তাই যেন এক, বেদনার খেলাঘর ।