রুপক কবিতা

       ১
সুন্দর ধরনীতে
ফুটেছে রঙিন ফুল
তুলিও সাধনাতে
করিওনা ভুল ।।
       ২
ফুলের রূপে তুমি
হয়োনা মুগ্ধ
পাগল হইলে শেষে
হয়ে যাবে দগ্ধ ।।
       ৩
জীবন তো একটাই
যদি চলে যায়
শোধরাতে পারিবেনা ভুল
করিবে হায় হায় ।।
        ৪
করিবে একুল ওকুল
পাবে না তো কুল
তখন বুঝিবে তুমি
করেছি কি ভুল ।।
        ৫
নেই কোন পরিত্রান
নেই কোন উপায়
শুধু গনিবে দিন
করিবে হায় হায় ।।