পথের বাঁকেই প্রথম দেখা
কোন সে পথে
কোন সে সময় মনে কিগো পড়ে ?
হয়তো তুমি এতদিনে
ঘর বেঁধেছো অন্যখানে
সরেও গেছো যোজন পথের দূরে।
আমার কিন্ত সবই মনে আছে
তোমায় দেখার সকল স্মৃতি
এক পলকের ছন্দগীতি
কিছুই আমি যায়নি কিন্তু ভুলে,
গাঁয়ের পথে বটের ছায়া
আহারে কি আদর মায়া
এ পথ দিয়ে গেলে আবার
দেখো পরান খুলে।
আমার চোখের গহীন বাঁকে
অবুঝ এ মন ছবি আঁকে
নানান রঙে ক্যানভাসে সব
ফুটিয়ে তুলি আমি,
হৃদয় মাঝে ঝর্ণা ধারা
নিত্য নাচে বাঁধনহারা
ফেলে আসা পথের মাঝে
দেখতে পাবে তুমি।
এ পথ ধরে আবার যদি আসো
আবার যদি এমন করেই
তোমার দেখা মিলে
আমি শুধুই থাকবো তোমায় চেয়ে,
জীবন থেকে যারাই গেছে
ধূপের ধোঁয়ায় আবছা মুছে
তুমি কিন্ত তেমন করে
যেওনা বিলীন হয়ে।
আকাশ ভরা তারার মেলা
পূর্ণিমা চাঁদ করে খেলা
হৃদয় নদী জোয়ার ডাকে
ভাসিয়ে দেয় ইচ্ছে মতো কারে,
আমি তোমায় ভালোবাসি
সঞ্চিত সব কান্নাহাসি
একলা বয়ে যাচ্ছি উজান
দেখা হবে সে আশাতেই তাকাই বারেবারে।