কৃষানী আমাদের
জীবন্ত দেবী
কেউ তার রাখে না খবর,
কৃষকের ঘরে
আলোকিত করে
ঘোমটার ফাঁকে লুকিয়ে রাখে
অকৃত্রিম আদর।

চাওয়া পাওয়া কারে কয়
তার কাছে নেই জানা,
মোটা কাপড় মোটা ভাত
এর বেশি আর চায়না।

কৃষাণী আমাদের ঘরের লক্ষ্মী
বিশাল বটের ছায়া,
আগলিয়ে রাখে দুঃখ আমাদের
বুক ভরা শীতল ছায়া।

বেনারসী বলো জামদানি বলো
লাগেনা এমন কিছুই মোটে ,
কৃষকের ঘরে এমন কৃষাণী রা
সূর্যের মতো আলোকিত হয়ে উঠে।

খাট পালং লাগেনা কিছু
মাটিতে শয়ন পাতি,
কৃষকের বুকে বুক রেখে তারা
কাটায় সুখের রাতি।

আমিও আমার বুক ভরে নিয়েছি
কৃষকের ছেলে বলে,
ধনীর দুলাল আমি নই যে
ধন্য আমি তাই ধরণী তলে।