টোকাই শিশু তাকিয়ে ভাবে
এই কি আমার দেশ ?
যারে পেতে জীবন গেছে
অনেক কিছুই শেষ।
এদেশ যদি আমার হবে
আমার জায়গা কই?
আমি থাকি আস্তাকুঁড়ে
উপোষ করে রই।
একুশ এলে সবাই ধরে
লাল পলাশের গান,
ষোলো,একুশ বাড়ায় শুধু
আমলার খেতে ধান।
আমরা আজো বস্তিবাসি
কিসের স্বাধীন দেশ ?
রাজনীতির মইয়ের চাপায়
আমাদের জীবন শেষ।
পতাকাটি হাতে নিয়ে
আজো টোকাই ভাবে,
স্বাধীনতা কেমন জিনিস
স্বাধীন হলাম কবে !
সবই আছে পরের অধীন
আগেও যেমন ছিলো,
স্বাধীনতার নামে শুধু
মানুষই ভাগ হলো।
তৈরি হলো ধনী গরীব
উজির নাজির রাজা,
মুখ খুললেই খর্গ হাতে
ইচ্ছে মতো সাজা।
নিজের করে ভাবতে গেলে
বাদ সেধে যায় হাজার,
নামে স্বাধীন আসলে সব
হস্তগত রাজার।
আমরা শুধুই সাঁতরিয়ে যাই
রক্ত নদীর ঢেউ,
মর্জি মতো চলতে মরণ
রক্ষা পায়না কেউ।
পোড়া মাটির গন্ধ শুধুই
আজো লাগে নাকে ?
পদ্মা মেঘনা যমুনা নদীর
সকল বাঁকে বাঁকে।