তোমার চোখে অশ্রু
অথচ
আমি কবিতা লিখি ,
কি এক
বিবর্ণ সময় এখন আমার
এসেছে দেখি।
তুমি কাঁদো নিভৃতে
কাঁদে সমগ্র পৃথিবীটাই
ব্যথাতুর প্রাণ,
হৃদয়ের গভীরে
এক সমুদ্র কষ্ট মিলে
ধরেছে ঐক্যতান।
তানপুরাটা পরে আছে
অরক্ষিত ঘরে
এখন তাতে পড়েনাকো হাত,
কঠিন সময়ের মুখোমুখি
আমার কাটে
ভিশন দুঃখের রাত।
চাঁদকে এখন
চাঁদ মনে হয়না
অসীম যন্ত্রণা তার বুকে ,
বন্ধুগো আর
কষ্ট সহেনা
চিৎকার আসে তাই মুখে।
দেখে শুনে আমি
পাথর হয়েছি
স্বপ্ন দিয়েছি বলি ,
গোলাপে এতো
কাঁটা যে আছে
গিয়েছিনু তা আগে ভুলি।