ঈদ এলো তাই, খুশির জোয়ারে ভাসি,
দুঃখ ভুলে হাসি,আনন্দ বিলাই রাশিরাশি।
ধনি গরীবের নাই ভেদাভেদ নাই কেউ পর,
সবাই সবার আপন আমরা এই দুনিয়ার পর।
ঈদ এলো তাই, হারিয়ে যাই দূর অজানায়,
একই সুর সবার প্রাণে বাজে সুখের নীলিমায়।
ঈদের বাঁকাচাঁদ দিয়েছে দোলা প্রতিটি অন্তরে,
খুশির বারতা ঘরে ঘরে আজ সীমাহীন প্রান্তরে।
এসো ভাই এসো বোন সব কষ্ট পিছনে ফেলে,
স্রষ্টার তরে প্রার্থনা করি সবাই দুহাত শূন্যে তুলে।
চলো সবাই ঈদগাহে যাই ঈদের নামাজ পড়ি,
নামাজ শেষে ধনি গরীব কোলাকুলি করি।
বুকের সাথে মিলায়ে বুক আত্নার বন্ধনে জড়াই,
এসো ঈদের খুশির বারতা দিই, ঈদ এলো তাই।