আমাকে ক্ষমা করো না
আমি যে ভুল করেছি বন্ধু,
তার প্রায়চিত্ত করতে
দ্বিধাহীনভাবে আপন করতে পারি
ঐ মহাসিন্ধু।
যখন থেকে বুঝতে পেরেছি
আমি করেছি অন্যায়,
তখন থেকে হৃদয় আমার
এফোঁড় ওফোঁড় করে বিদির্ণ করেছে
প্লাবিত হয়েছে অন্তরজমিন
সুনামির বন্যায়।
আমাকে ক্ষমা করো না বন্ধু
তোমার চাহনির তীক্ষ্ণ ছুরি,
বুকে তীরের মতো করেছে বিদ্ধ
একাকিত্ব গ্রাস করে চলছে
হৃদয়ের বালুচরে কুড়াই বেদনার নূরি।
আমি করুনা চাই না তোমার
আমার প্রায়চিত্ত করতেই হবে,
জারি করো শাস্তির ফরমান
যেমনটি তুমি চাও
অপরাধ করেছি সহ্য করিবো নিরবে।
আলোর সন্ধান পেতে নব জীবনের
আরক্তিম স্বাদ আচ্ছাদন করতে,
এ শাস্তি আমার অধিকার
আমি নির্ভিকচিত্তে গ্রহন করবো
ডাকবো তোমায় আমি দূর হতে।