জীবন অনেক,অনেক কঠিন
বাস্তবতার আঘাতে হয়ে যায়
ক্ষত-বিক্ষত, এলামেলো করে যায়
জীবনের স্বপ্ন, সাধনা ,
কিন্তু ,রয়ে যায় শুধু
বিষণ্ণ বেদনা ।
শত বাধা-বিপত্তি,ঘাত, প্রতিঘাত
দু-হাতে প্রশমিত করে
এগিয়ে যায় জীবন,জীবনের পথে
আবার ,হারিয়ে যায়,
স্মৃতি-বিস্মৃতির আড়ালে
ভালোবাসা,প্রেম,
আশা,ভেংগে যায়,
চাওয়া-পাওয়ার হিসেব মিলেনা
কিন্তু, রয়ে যায় শুধু
বিষণ্ণ বেদনা ।
প্রতিদিন ভোর হয়
নতুন স্বপ্নের নতুন জন্ম হয়
নতুনত্বের ঝলকানিতে
দুলে উঠে তনু মন
আবার ও সূর্য ডুবে যায়
তিমির অন্ধকারে হারিয়ে যায়
জীবনের স্বপ্ন,সাধনা
কিন্তু, রয়ে যায় শুধু
বিষণ্ণ বেদনা ।