সংবিধানের পাতায় গণতন্ত্র হারায়,
কালি মাখানো অক্ষরে চাপা পড়ে স্বর,
যে কথা ছিল মুক্তির প্রতিশ্রুতি,
সে কথাই হয়েছে শুধু গোপন চিঠির মতো।
স্বাধীনতার সূর্যে লেগেছে মেঘের ছায়া,
আদর্শগুলো যেন ফিকে হয়ে গেছে,
গণতন্ত্রের মশাল, সে আর জ্বলে না,
জ্বলে শাসকের শক্ত হাতে বাঁধা শৃঙ্খল।
সংবিধানের পাতায় গণতন্ত্র হারায়,
মানুষের অধিকার সেখানে কাগজে বন্দী,
নীরব ভাষায় প্রতিবাদের সুর বাজে,
ক্লান্ত কণ্ঠস্বর, শিকলে বাঁধা আকাঙ্ক্ষা।
প্রতিশ্রুতির প্রাসাদে জমেছে ধুলোর স্তূপ,
নির্বিকার চোখে দাঁড়িয়ে দেখছি আমরা,
গণতন্ত্রের কণ্ঠ, চাপা পড়ে যায়,
বিধি আর বিধানের অচল রীতিতে।
সংবিধানের পাতায় গণতন্ত্র হারায়,
তবুও হৃদয়ে বাঁচে এক টুকরো আশা,
যে দিন আসবে, স্বপ্ন জাগবে জোয়ারে,
মানুষ ফিরে পাবে তার কথা বলার স্বাধীনতা।
আমি সেই দিন খুঁজে ফিরি প্রতিটি প্রহরে,
যখন সত্যিকার গণতন্ত্র হবে মানুষের,
আর সংবিধানের পাতায় লেখা থাকবে,
একটি মুক্ত জাতির জয়গাথা।