হাঁটতে হাঁটতে মনে পড়ে,
কত মুখ, কত নাম,
স্মৃতির সাঁকো বেয়ে যায়,
জীবন জানিয়ে যায় অচেনা এক দিগন্তের কাহিনী।

মৃত্যুর মিছিল, শান্ত ও নিস্তব্ধ,
জীবনের অবসান, শেষ সঙ্গীতের সুর।
যারা ছিলেন, ছিলেন পাশে,
আজ তারা নেই, মনে পড়ে সেই দিনগুলো।

অন্ধকারে ভরা রাত,
অভিমানী চাঁদের আলো।
এ কি শেষ, এ কি শোকের প্রহর,
মৃত্যুর মিছিল, কাঁদে প্রাণের নিঃশ্বাস।

সময়ের পরতে পরতে,
বাহন হলো স্মৃতি,
মৃত্যু যত কাছে আসে,
জীবন ততই দুর্বল হয়, ক্ষীণ এক আভাস।

পথ চলা, বিরতিহীন,
মৃত্যু নেই, তবে স্মৃতি আছে,
প্রেম, হাসি, কান্না, সবই
অমর হবে, জন্ম নেবে নতুন এক কাহিনী।

মৃত্যুর মিছিলে চলার আগে,
জীবনের যত সুখ, সেগুলো গ্রাহ্য করি।
কারণ, মৃত্যুর সেই খেয়া,
পাড়ি দিতে হবে একদিন,
জীবনের এই মহা মিছিলে।