মৃত্যু মানে কি শুধুই শেষ?
অথবা নতুন শুরুর এক বেহেশতী রেশ?
নক্ষত্রের আলো কি তবে মরে যায়?
নাকি গভীর অন্ধকারে নতুন গান গায়?
মৃত্যু মানে কি এক নিঃশেষ হাওয়া,
যেখানে স্বপ্নেরা ঝরে, মন খোঁজে ছাওয়া?
নাকি মৃত্যুই এক শুদ্ধি, এক মুক্তি,
যেখানে জমে থাকা দুঃখ হয় শক্তি?
জীবন কি তবে এক ক্ষণিক পথিক,
মৃত্যু তার ঘরে ফেরার সুরত চিরন্তন ঠিক?
কোথাও সে নীরব, কোথাও অনন্ত,
মৃত্যুতে আছে কি এক মহাকালের পন্থ?
তবু আমরা তাকে ভয় পাই,
অচেনা দরজার কাছে দাঁড়িয়ে ঘন ঘন কাঁপাই।
তবু হয়তো মৃত্যুই এক আশ্বাস,
নতুন সূর্যের আলোয় জীবন খুঁজে পায় বাস।