।। সুকমল দাদার স্মরণে কবিতা।।
        
দাদা সুকমল, কেমন আছো
হয়তো ভালো,
কিন্তু আমি তোমার জন্য
এখনো সন্ধ্যা প্রদিপ জ্বালাই
হৃদয়ের তুলসি তলায়।।

দাদা সুকমল, মনে পড়ে!
কতো স্মৃতি,
হয়তো ভুলে গেছো তুমি
এই অতিথির কথা
কতো আনন্দ ছিলো পথ চলায়।।

দাদা সুকমল, তুমি কি জানো!
আমি আজো,
ভোরের শিশির ভেজা রক্ত জবা
ফুলের মালা গাঁথি
তোমায় পুঁজো দেবো বলে।।

দাদা সুকমল, হৃদয় মন্দিরে
তোমার স্মৃতি,
আমি হাতরিয়ে যাই
নিরেট অন্ধকারে কতোবার
তোমাকে খুঁজে পাবার ছলে।।

দাদা সুকমল, তুমি আসো আর একবার
আবার একসাথে,
মোরা হারাই কয়েকটা দিন
হাসি আনন্দে দুঃখে বেদনায়
অনাবিল প্রশান্তির ছায়ায়।।

দাদা সুকমল, তুমি আসবে!
আমার উঠোনে,
এক সাথে আনন্দ বিলাবো
খুঁজে নিবো কোন নির্জন মাঠ
দুজনে সম্রাট হবো কিছুটা সময়।।