বন্ধু এসো
এক কাপ চা সামনে রেখে
কিছুটা সময় উৎসব মুখর করে তুলি,
এসো বন্ধু
অনেক বেদনার ক্ষতের কষ্ট
অন্তত কিছুক্ষণের জন্য ভুলি।
এসো  
মুখুমুখি বসি দুইজন একান্ত নিরিবিলি
কোনো এক নির্জন নদীর তীরে,
কিংবা
ভেন্না পাতার কোনো এক
জীর্ণ কুটিরে।
সারা পৃথিবীতে
যতো সুখ আছে
তার কিছুটা হাত ছুঁয়ে দেখি,
বন্ধু
বিবর্ণ এ পৃথিবীতে
আজ অনেক কিছুই মেকি।
কফি হাউস
সেটি পাবো কোথা
আমাদের মানায়না ওখানে,
শুকনো পাতার মর্মর কষ্ট
কি বেদনা তার
কেউ কি জানে।
বন্ধু এসো
অনন্ত অসীম পথের
কোনো এক গাছ তলায়,
যেখানে আকাশটা মুক্ত
উদাস পাখিরা সুখে
জীবনের গান গায়।
আমাদের গন্ডিটা
খুব ছোট
কিন্তু যতো দূর চোখ যায়,
দুজন আমরা
সম্রাট হবো
কিছু মুহূর্তের কতো কথায়।